সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত : সালাম
সারাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে। সরকারের এদিকে কোনো নজর নেই। নজর শুধু বিএনপির দিকে।
রোববার (১২ মে) কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মকবুল ইসলাম খান টিপু, গেন্ডারিয়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সালেহর পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সালাম দাবি করেন, দুর্নীতিবাজরা সরকারকে রক্ষা করবে আর জনতা অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাবে। বিএনপি হচ্ছে জনগণের দল। তাই সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত।
তিনি বলেন, বিএনপির একটি সমাবেশ ডাকলেই ওবায়দুল কাদেরের মাথা নষ্ট হয়ে যায়। অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, এটা নিয়ে তাদের কোনো মাথা নেই।
সালাম বলেন, অতীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নৈরাজ্য, নাশকতা, সন্ত্রাস, ভাঙচুর, জ্বালাও-পোড়াও করে তার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করেছে। কিন্তু সব রহস্য দেশের জনগণ এবং বিদেশিদের সামনে ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে। গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার জন্য সরকার নানা কারসাজি করে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের প্রাক্কালে ওবায়দুল কাদের বলেছিলেন- বিএনপি সমাবেশ নিয়ে বাড়াবাড়ি করলে হেফাজতের পরিণতি হবে। অর্থাৎ হেফাজতের আলেম-ওলামাদের রক্তে ঢাকার রাস্তা যেমন ডুবিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি পরিণতি করবেন বলে হুমকি দিয়েছিলেন। আর দেশবাসী সেটি স্বচক্ষে দেখলো যে কি ভয়ঙ্কর পরিণতি ঘটানো হয়েছিলে তাদের সাজানো আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, ওয়ারী থানা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী, গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।
এএইচআর/জেডএস