উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৬১ জনকে বহিষ্কার করল বিএনপি
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৬১ জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আসন্ন এ নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হয়েছেন তারা। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৬ জন।
এর আগে প্রথম ধাপে ৮১ জনকে বহিষ্কার করে দলটি। সব মিলিয়ে এখন পর্যন্ত তৃণমূলের ১৪২ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার (৪ মে) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ না নেওয়া দেশের প্রধান এই বিরোধী রাজনৈতিক দলটি বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। এরপর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৬ জুন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণে প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি এবং চতুর্থ ধাপে ২টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ব্যবহার করা হবে।
এএইচআর/এমএসএ