আজ ব্যাংকক নেওয়া হতে পারে বিএনপি নেতা মিন্টুকে
উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হতে পারে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে।
বিজ্ঞাপন
আজ (রোববার) তাকে বিদেশে হাসপাতালে নেওয়া হতে পারে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল শনিবার হাসপাতালে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। তারমধ্যে কিছু রিপোর্ট এসেছে। একটি রিপোর্ট বাকি আছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য আজই আব্দুল আউয়াল মিন্টুকে ব্যাংককে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বুকে ব্যথা নিয়ে গত শুক্রবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয় আব্দুল আউয়াল মিন্টু। তাকে হাসপাতালে নিয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এএইচআর/এমএ