‘বান্দরবানের ঘটনা দেখাল স্বাধীনতা-সার্বভৌমত্ব কতটা হুমকির মুখে’
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, পার্বত্য অঞ্চলের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব কতটা হুমকির মুখে। বান্দরবানে সোনালী ব্যাংকের শাখায় ডাকাতের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলার অবস্থা কতটা বিপর্যস্ত।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগর উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর উত্তরের প্রচার উপ-কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মো. মাছউদুর রহমান, মুফতি আরমান হোসাইন, মুহাম্মদ নাজমুল হাসান, মুফতি ইসমাইল গাজী, আব্দুল মুহীত প্রমুখ।
আরও পড়ুন
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ব্যাংক ডাকাতির পর ডাকাত দল থানায় হামলা করার পরও এখন পর্যন্ত ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। অথচ এরাই ইতোপূর্বে বিভিন্ন অজুহাতে জঙ্গি তকমা লাগিয়ে সাঁড়াশি অভিযানে সফলতার খিস্তি খেউর করেছে।
তিনি আরও বলেন, ব্যাংক ডাকাতির ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলার কতটা অবনতি। পার্বত্য অঞ্চলের শান্তি কমিটির সঙ্গে বৈঠক করেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। কেএনএফের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ কেন? বর্তমান এই পরিস্থিতিতে বোঝা যায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কতটা হুমকির সম্মুখীন।
জেইউ/এসএসএইচ