দ্রব্যমূল্যের লাগাম টেনে বাজার নিয়ন্ত্রণ করতে হবে : বুলবুল
অতিসত্বর দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে বাজার নিয়ন্ত্রণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মু. নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, রমজানের পূর্ব মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে তেল গ্যাস সবকিছুর মূল্য আকাশচুম্বী।
রোববার (১০ মার্চ) দুপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল দক্ষিণ থানা ও পল্টন দক্ষিণ থানার উদ্যোগে রাজধানীর মতিঝিল ও পল্টনে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সেহরি ও ইফতারের খাবারের প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুলবুল বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অসহায় ও নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় রোজা পালনের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে তারা হিমশিম খাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতেও দেশের মন্ত্রীরা জনগণের সঙ্গে মশকরা করছে। ইফতারে সুন্নতি খাবার খেজুরের পরিবর্তে বরই খাওয়ার নির্দেশনা দিচ্ছে। আমরা সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আরও পড়ুন
নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ধারাবাহিকতায় আমরা যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সে লক্ষ্যে মানুষের পাশে থেকে জামায়াত কাজ করে যাচ্ছে। যারা অসহায় বঞ্চিত তাদেরকে বিভিন্ন প্রকার সাহায্য সহায়তা আমরা প্রদান করে আসছি। এটা জামায়াতের চার দফা কর্মসূচির মধ্যে অন্যতম কাজ। সমাজসেবা ও সমাজ সংস্কারমূলক একাজ দৃঢ়তার সাথে আমরা পরিচালনা করে যাচ্ছি। এই রমজানেও আমরা ঢাকা মহানগরী দক্ষিণ এলাকায় বসবাসকারী অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সেহরির খাবারের প্যাকেট বিতরণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি।
তিনি বলেন, আমরা বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। যেখানে সব নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি অসহায় মানুষের রোজা পালনে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
অন্যদিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের পল্টন দক্ষিণ থানার উদ্যোগে আজ রাজধানীর পল্টনের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সেহরি ও ইফতারের খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
জেইউ/পিএইচ