বাড্ডায় ছাত্রদলের কালো পতাকা মিছিল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা মহানগর উত্তর (জোন-৩) এর নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান। তিনি বলেন, সরকার জোর করে ক্ষমতা দখলের রাজনীতি প্রতিষ্ঠা করেছে। ডামি প্রার্থী দিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে অবৈধ সংসদ অধিবেশনের যাত্রা শুরু করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে সারাদেশে ভীতিকর এবং অগণতান্ত্রিক ধারা তৈরি করেছে। সরকারের এমন আচরণ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র। বাংলাদেশের মানুষ কখনো এসব মেনে নেবে না।
গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি করে তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে মিছিল, সভা-সমাবেশ করার অধিকার সবার আছে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সরকার কোন গণতান্ত্রিক কার্যক্রম পালন করতে দিচ্ছে না। বাংলাদেশের মানুষ এমন অবস্থা মেনে নেবে না। অবিলম্বে বিএনপি-ছাত্রদলসহ গ্রেপ্তার করা সকল বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাসেল বাবু, আওতাধীন বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
আরএইচটি/এসকেডি