খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ আছেন : ডা. জাহিদ হোসেন
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে প্রথমবারের মতো খালেদা জিয়ার শরীরে টিআইপিএস পদ্ধতি স্থাপন করা হয়েছে। অত্যন্ত সার্থকভাবে এখন পর্যন্ত টিপস কাজ করছে। যার জন্য তিনি অনেকটা সুস্থতা বোধ করছেন। যার জন্য আজকে তিনি বাসায় আসতে পারছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাড়িতে নিয়ে আসা হলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলেও জানান ডা. জাহিদ হোসেন।
এএইচআর/এমএ