মন্ত্রী হিসেবে শপথ নিতে ফোন পেলেন ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রী হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিজ্ঞাপন
বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে থাকা অবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পান তিনি। আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ওবায়দুল কাদের একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
বিজ্ঞাপন
ওবায়দুল কাদের ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছয়বার নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এবার তিনি ষষ্ঠবারের মতো নির্বাচিত হলেন।
বিজ্ঞাপন
১৯৯৬ সালের জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করে প্রথমবারেরমত সংসদ সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগে সরকার গঠন করে। এ সময় সপ্তম জাতীয় সংসদে শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
২০১১ সালের ৫ ডিসেম্বর তিনি শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ের (বর্তমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) মন্ত্রীর দায়িত্ব পান। ২০১২ সালের এপ্রিলে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিবের (এপিএস) অর্থ কেলেঙ্কারির ঘটনায় সুরঞ্জিত পদত্যাগ করার পর তিনি কিছু সময়ের জন্য রেল মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।
২০১৪ সালের দশম এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়লাভ করেন এবং শেখ হাসিনার তৃতীয় ও চতুর্থ মন্ত্রিসভায়ও তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্ব পান।
এমএসআই/এসএম