পাঁচ মাস পর হাসপাতাল ছাড়ছেন খালেদা জিয়া
দীর্ঘ ৫ মাস হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় আনা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে আনা হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মেডিকেল বোর্ড সুপারিশ করলে ম্যাডামকে বাসায় আনা যেতে পারে। বাসায় আনার পরও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ম্যাডামের চিকিৎসা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন— আগামীকাল বিকেলের দিকে ম্যাডামকে বাসায় আনা হতে পারে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গতকাল দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। আবার সন্ধ্যায় কেবিনে নিয়ে আসা হয়।
এএইচআর/এমজে