শীতার্ত সনাতন ধর্মাবলম্বীদের কম্বল-নগদ অর্থ বিতরণ করল জামায়াত
রাজধানীতে শীতার্ত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছে জামায়াতে ইসলামী। রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের বিমানবন্দর থানা শাখা তাদের এ সহযোগিতা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা।
থানা আমীর এম এ হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আবু মাহাদী ও থানা কর্মপরিষদ সদস্য কে এম সাব্বীর সওদাগরসহ স্থানীয় নেতাকর্মীরা।
ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা বলেন, জামায়াত কোনো ভেদাভেদ নয় বরং ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন
আব্দুর রহমান মূসা বলেন, জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও সর্বজনীন রাজনৈতিক সংগঠন। ধর্ম, বর্ণ, মত ও পথ নির্বিশেষে সকল শ্রেণির নাগরিকের জন্য দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করাই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। ধর্মের নামে আমরা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করি না। জামায়াতের প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আর এজন্যই আমরা দেশবাসীর হৃদয়ের বিরাট অংশে স্থান করে নিতে সক্ষম হয়েছি। জামায়াতের রাজনীতির এটিই সবচেয়ে বড় সফলতা।
তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এসব চাহিদা মেটানোর দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। মৌসুমী বায়ুর প্রভাবে প্রচন্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে। অথচ হাজার কোটি টাকার মালিকরা সাজানো ও পাতানো নির্বাচনের মহড়া দিচ্ছে। তাই এই অপশক্তির অপতৎপরতা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি কথিত নির্বাচনের নামে তামাশা ও ভাঁওতাবাজি মোকাবেলায় সবাইকে ভোট দানে বিরত থাকার আহ্বান জানান।
মিরপুর দক্ষিণ থানায় শীতবস্ত্র বিতরণ
জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মহানগর মজলিশে শূরা সদস্য ও থানা আমীর অ্যাডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রাকিব, তোফাজ্জল হোসেন, আব্দুর রশিদসহ অন্যান্যরা।
ভাটারায় কর্মসংস্থানের জন্য নগদ অর্থ ও উপকরণ বিতরণ
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানার উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। থানা আমীর অ্যাডভোকেট আবু রোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা।
জেইউ/পিএইচ