রাষ্ট্রপতির কাছে ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদানে পুলিশের বাধা
নির্বাচন বাতিল, সংসদ ভেঙে দেওয়া এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ উঠেছে৷
রোববার (৩১ ডিসেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করতে বের হন দলটির নেতাকর্মীরা৷
পরে দৈনিক বাংলা মোড়ে তাদের আটকে দেয় পুলিশ সদস্যরা৷
কর্মসূচিতে পুলিশি বাধার পর দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে৷ আমরা সমস্ত প্রক্রিয়া অনুসরণ করেও আজ দেশের মাটিতে বাধাগ্রস্ত হচ্ছি৷ যেহেতু ইসলামী আন্দোলন একটি শান্তিপূর্ণ দল সেহেতু পুলিশের অনুরোধে আমরা এখানে গণ-জমায়েত শেষ করে সাত জনের প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিচ্ছি৷
আরও পড়ুন
এর আগে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ পূর্ব সমাবেশে নেতাকর্মীরা বলেন, আওয়ামীলীগ যে নির্বাচন দিচ্ছে এ নির্বাচনে মানুষ নাই৷ কে বিরোধী দল হবে, কে স্বতন্ত্র প্রার্থী হবে, কে নির্বাচিত হবে সবকিছুই গণভবন থেকে নির্ধারণ করা হচ্ছে৷ এ নির্বাচনে লোক দেখিয়ে সাধারণ মানুষের অর্থ অপচয় করার দরকার নাই৷ আপনাদের যেহেতু লাঠি ও বুলেট বাহিনী আছে সেহেতু এই নির্বাচন না করে সরাসরি গেজেট প্রকাশ করে দেন৷ এটা নির্বাচন নয়৷ গরিবের টাকা দিয়ে পুতুল খেলার আয়োজন৷
এমএম/এমএসএ