নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান ছাত্রদলের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ উল্লেখ করে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে এ ভোট বর্জন করে সরকার পতনের জন্য অসহযোগ আন্দোলন গড়ে তোলার জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নেতাকর্মীরা।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলী, রামপুরাসহ বিভিন্ন জায়গায় এসব লিফলেট বিতরণ করা হয়। শ্যামলী এলাকায় গণসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
তিনি বলেন, সরকার নানাভাবে জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করেই যাচ্ছে। বাক স্বাধীনতা হরণের মাধ্যমে বিরোধী দল ও মতকে জোরপূর্বক দমন করা হচ্ছে। তবে এমন কার্যক্রম ভবিষ্যতের জন্য ভালো ফল বয়ে আনবে না। বাংলাদেশের মানুষ কখনো এই প্রহসনের নির্বাচন মেনে নেবে না। আগামী ৭ জানুয়ারির এই নির্বাচন বাংলার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। অসহযোগ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করা হবে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, সরকার যতই দমন নীতি অবলম্বন করুক না কেন ছাত্রদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে। একটি সুস্থ ধারার রাজনীতি প্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সেই দিন আর বেশি দূরে নয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, কে এম সাখাওয়াত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, শাখাওয়াত হোসেন সুহানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতারা।
পরে রাজধানীর রামপুরা এলাকায়ও গণসংযোগ এবং নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ আলম সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুস আলী রাহুল, ফয়সাল আহম্মেদ সোহেল, মাকসুদুর রহমান সুমিতসহ কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
আরএইচটি/এসকেডি