আসল ভোট গণভবনে হয়ে গেছে : রেজা কিবরিয়া
গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, এই ভোট আসল ভোট নয়, আসল ভোট গণভবনে হয়ে গেছে। এ সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই।
শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি এখনই নির্বাচন বাতিল করেন। আপনি এই নির্বাচন বাতিল না করলে সরকার গঠনের পরে আপনাকে আর্থিক, ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। দেশের পরিস্থিতি যদি সুবিধাজনক না হয় তাহলে আপনি নির্বাচনকে স্থগিত করতে পারেন। আপনি ৭ তারিখের নির্বাচন বাতিল করেন।
রেজা কিবরিয়া আরও বলেন, আসন্ন নির্বাচন নিয়ে কোনো মানুষ যেন সময় নষ্ট না করে। সবাই এই প্রহসনের নির্বাচন থেকে দূরে থাকুন। ভোটের দিন সবাই ঘরে থাকুন। ভোট এমনিতেই পুলিশ ছাত্রলীগ, আওয়ামী লীগ মিলে দিয়ে দেবে। ভোটারবিহীন এই নির্বাচনে যাবেন না। প্রতিটি পরিবারকে বলব ভোট বর্জন করুক। এই নির্বাচন দেশের মানুষের জন্য ক্ষতির।
সমাবেশ শেষে দলের পক্ষ থেকে নেতাকর্মীরা প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ ও ভোট বর্জন করতে গণসংযোগ করেন।
ওএফএ/এমএ