ভোটারদের কেন্দ্রে আনতে পারলে নৌকার বিজয় ঠেকানো যাবে না : আরাফাত

ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ঢাকা-১৭ আসনে প্রচুর নৌকা মার্কার ভোটার রয়েছে। সব ভোটারদের আমরা ভোটকেন্দ্রে আনতে পারলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
বৃহস্পতিবার রাজধানীর ভাষানটেক ১নং বস্তিতে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
বিএনপির সাম্প্রতিক কর্মসূচি নিয়ে তিনি বলেন, বিএনপি হরতাল-অবরোধের নামে যাত্রীবাহী বাসে ও ট্রেনে অগ্নিসংযোগ করে সাধারণ জনগণকে পুড়িয়ে হত্যা করছে। ক্ষমতার লোভে তারা সাধারণ জনগণের জানমালের ওপর হামলা চালাচ্ছে। সাধারণ জনগণ বিএনপি-জামায়াতের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে। ওরা এখন জনবিচ্ছিন্ন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতকে চিরতরে বাংলার জনগণ প্রত্যাখ্যান করবে বলেও দাবি করেন তিনি।
এমএসআই/এমজে