জেলে ১১ হাজার নেতাকর্মী অথচ বিএনপি বলছে ২১ হাজার : কাদের
বিএনপির ১১ হাজার নেতাকর্মী জেলে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বলছে— তাদের ২১ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এটা মিথ্যা কথা। তাদের ১১ হাজার নেতাকর্মী জেলে, তার মধ্যে আজ দুই হাজার জামিন পেয়েছে।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বিজয় শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে এ বিজয় শোভাযাত্রা।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভুয়া, তাদের আন্দোলন ভুয়া, তাদের এক দফা দাবি ভুয়া। খেলা হবে, বাংলাদেশে খেলা হবে। বিএনপিকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলা হবে। বাংলাদেশে খেলার জন্য ১৮৯৬ জন খেলোয়াড় প্রস্তুত আছেন।’
আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘যারা নির্বাচনকে বাধা দেবে তাদেরকে দেশের মানুষ প্রতিহত করবে। এবার বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।’
বিএনপি মিথ্যা কথা বলে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বলে তাদের ২১ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। কি মিথ্যা কথা বলে! আমি খবর নিয়ে দেখেছি ২১ হাজার নয়, ১১ হাজার। বিএনপির ১১ হাজার নেতাকর্মী জেলে আছে, তার মধ্যে দুই হাজার জামিন পেয়েছে আজ। বিএনপি মিথ্যা কথা বলে। তাদের আন্দোলন ভুয়া।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এ বছর পারল না, আগামী বছর আন্দোলন করবে। তারেক রহমানের কথায় আন্দোলন হবে না। বিএনপি নেতাকর্মীরাই তারেক রহমানের কথায় আন্দোলনে নামেনি।’
তিনি বলেন, ‘বিএনপি ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি, জামায়াতও কথা বলেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন।’
এমএসআই/এমজে