বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের সংগ্রাম চলবেই
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলছেন, দেশ থেকে বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতিকে যতদিন না নিশ্চিহ্ন না করতে পারব, ততোদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই।
বিজ্ঞাপন
শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ (বৃহস্পতিবার) রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, মুক্তিযুদ্ধের সময় বাঙালী যখন চূড়ান্ত জয়ের দ্বারপ্রান্তে,সেসময় আমাদের সূর্যসন্তানদের হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা। আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক আগ থেকেই বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আজকেও তা করা হয়েছে।
বিজ্ঞাপন
ওএফএ/এনএফ