অবরোধের সমর্থনে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে চলমান অবরোধকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এ বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
এসময় তাদের, অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মৃধা জুলহাস।
কলেজ শাখা ছাত্রদল সভাপতি শাহীনুর রহমান বলেন, এ সরকার গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য সবরকম প্রচেষ্টা হাতে নিয়েছে। একদলীয় বাকশাল কায়েম করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ কখনোই তাদের এ স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না। অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এর বাইরে কোনো ধরনের নির্বাচন মানুষ মানবে না।
এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক, সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, শাহাবুদ্দিন ইমন, মো. শামিম হাওলাদার, জাহিদুল ইসলাম সিহাব, মো. রিপন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খন্দকার জিয়া, তানভীর আহমদ মাদবর, প্রচার সম্পাদক ইমরান হোসেন রাজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল গাজী, সহ-সাধারণ সম্পাদক শামীম শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন, নর্থ হল ছাত্রদলের সভাপতি মো. সুমন সিকদার, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খোকন, ইন্টারন্যাশনাল হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইমন, আখতারুজ্জামান ইলিয়াস হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান।
আরএইচটি/পিএইচ