যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে যা বলছে সেগুলো আমারও মনের কথা : চুন্নু
পশ্চিমারা যেটা চায়, সেটা বাংলাদেশের জনগণও চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, বিশেষ করে ইউএস বলেন, অস্ট্রেলিয়া বলেন, তারা নির্বাচনের বিষয়ে যেসব কথা বলছে, সেগুলো বাংলাদেশের মানুষের মনের কথা এবং আমারও মনের কথা। যদিও আমরা চাই না বাইরের কেউ আমাদের বিষয়ে এভাবে কথা বলুক। আমার মনে হয়, এই সুযোগটা আমাদের মতো রাজনৈতিক দলগুলো করে দিয়েছে। এর জন্য আমরাই দায়ী। তবে তাদের বক্তব্যের সঙ্গে আমরা একমত।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন সুষ্ঠু পরিবেশে, ভালোভাবে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে যেন হয় এবং ভোটারদের অংশগ্রহণে যেন হয়; এজন্যই আমরা নির্বাচন কমিশন এবং শাসক দলের কাছে অনুরোধ করেছি এবং ক্ষমতাশীন দলের সঙ্গে আমরা কথা বলে যাচ্ছি।
আরও পড়ুন
তিনি বলেন, আমাদের বেশিরভাগ প্রার্থী এলাকায় আছেন। তাদের আমি বলে দিয়েছি, সেখানে আছেন ভালো, তবে এখনই নির্বাচনের প্রচারণার কোনো কাজ করার সুযোগ নেই। এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে।
এক প্রশ্নের জাবাবে জাপা মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী কি বলেছেন সে বিষয়ে আমার কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের বিশ্বাস করেন কি করেন না, সেটা ওনার বিষয়। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা একটা কথাই বলতে পারি, জাতীয় পার্টি নির্বাচন করার জন্যই এসেছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসেনি। আমরা একটা জিনিস চেয়েছিলাম নির্বাচন কমিশন ও সরকারের কাছে, সেটা হচ্ছে ভোটাররা যেন আসতে পারে এবং পরিবেশ সুন্দর হয়, এটাই আমাদের প্রধান দাবি ছিল। নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।
এমএইচএন/এসএসএইচ