সাতক্ষীরায় চার আসনে বৈধ প্রার্থী ৩৬, অবৈধ ১
সাতক্ষীরার চারটি আসনে ৩৬ জনের মনোনয়ন বৈধতা ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। এসময় সাতক্ষীরা সদর আসনের মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজকে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) ও সোমবার (৪ ডিসেম্বর) যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার এ ঘোষণা করেন।
সাতক্ষীরা-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান, শেখ নূরুল ইসলাম, এস.এম মুজিবুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত, জাসদের প্রার্থী শেখ মো. ওয়াবাদুস সুলতান, ওয়ার্কাস পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম, জাকের পার্টির মো. খোরশেদ আলম, মুক্তিজোটের প্রার্থী শেখ মো. আলমগীর, স্বতন্ত্র প্রার্থী মো. নূরুল ইসলাম, তৃণমূল বিএনপি থেকে সুমি।
সাতক্ষীরা-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আ.লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবু, স্বতন্ত্র থেকে মীর মোস্তাক আহমেদ রবি, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী আনছার আলী, জাকের পার্টি থেকে শেখ ইফতেখার আল মামুন সুমন, ওয়ার্কাস পার্টি থেকে তৌহিদুর রহমান, জাতীয় পার্টি থেকে মো. আশরাফুজ্জামান, বিএনএম থেকে কামরুজ্জামান বুলু, তৃণমূল বিএনপি থেকে মোস্তফা ফারহান মেহেদী, স্বতন্ত্র প্রার্থী এনফান বাহার বুলবুল।
সাতক্ষীরা-৩ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আ.ফ.ম রুহুল হক, বাংলাদেশ সাম্যবাদী দলের প্রার্থী তরিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আব্দুল হামিদ, জাকের পার্টি থেকে মো. মনজুর হাসান, তৃণমূল বিএনপি থেকে রুবেল হোসেন, জাতীয় পার্টি থেকে মো. আলিফ হোসেন।
সাতক্ষীরা-৪ আসনের বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত এস এম আতাউল হক, স্বতন্ত্র মাসুদা খানম, তৃণমূল বিএনপি থেকে আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেস থেকে শফিকুল ইসলাম, বিএনএম থেকে গোলাম রেজা, স্বতন্ত্র মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি থেকে শেখ ইকরাম, জাতীয় পার্টি থেকে মাহবুবুর রহমান।
জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবির ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। দুইদিন যাচাই বাছাই শেষে ৩৬ জনের বৈধতা ঘোষণা দেওয়া হয়েছে। এসময় সাতক্ষীরা সদর আসনের মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজকে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার জন্য প্রার্থীদের বলা হয়েছে। কেউ লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোহাগ হোসেন/পিএইচ