নিখিলের আসনে জয়ে আশাবাদী এনপিপির মাহবুব

রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৪ আসন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসনটিতে মনোনয়ন দিয়েছে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে। তবে সুষ্ঠু নির্বাচন হলে তার বিরুদ্ধেই জয়ের ব্যাপারে আশাবাদী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মাহবুব মোড়ল।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মাহবুব মোড়ল।
তিনি বলেন, যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে আমরা আশাবাদী। জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে জয় আমাদেরই হবে। কারণ জনগণ এখন পরিবর্তন চায়।
আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে জয়ী হতে কতটা আশাবাদী, এমন প্রশ্নের জবাবে মাহবুব মোড়ল বলেন, হেভিওয়েট বলতে কিছু নেই। জনগণ ভোট দিয়ে নেতা নির্বাচন করবে। আমি আমার বিদ্যা, বুদ্ধি এবং রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আগাবো। বাকিটা জনগণ নির্ধারণ করবে। আমার অবস্থান থেকে আমি আশাবাদী, বাকিটা আল্লাহ ভরসা।

মাহবুব মোড়ল আরও বলেন, আমরা আশা করি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হতে পারে, এমনকি হয়েছেও। আমরা মনে করি এদেশে একমাত্র তার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, অন্য কারো অধীনে নয়।
আরও পড়ুন
আস্থাহীনতায় বিএনপিসহ বেশকিছু দল নির্বাচনে আসেনি, এ অবস্থায় নির্বাচন কমিশনের প্রতি আপনি কতটা আস্থাশীল জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসেনি, এটা তাদের রাজনৈতিক কৌশল। তবে তারা আসলে ভালো হতো, নির্বাচনটা প্রাণবন্ত এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হতো। আমরা নির্বাচনের মাঠে আছি, আশা করি বর্তমানেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচনটি সম্পন্ন করবে।
জানা গেছে, মো. মাহবুব মোড়ল বর্তমানে ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক। এর আগে তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টিতে (জাগপা) রাজনীতি করেছেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এনপিপি নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের নেতারা এ কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনপিপি চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেন, এনপিপি নির্বাচনমুখী রাজনৈতিক দল। নির্বাচন ব্যতীত সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। গণতন্ত্র রক্ষা, বিকাশ ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এনপিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে ৩০০ আসনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছি আমরা।
টিআই/পিএইচ