যেকোনো মূল্যে ভাঁওতাবাজির নির্বাচন প্রতিহত করা হবে : জামায়াত
সপ্তম দফায় ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা।
সোমবার (২৭ নভেম্বর) সকালে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেন জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা।
সমাবেশে নেতারা বলেন, রাজনৈতিক এতিম ও দলছুটদের পদ-পদবির প্রলোভন দেখিয়ে এবং অর্থের বিনিময়ে কথিত অংশগ্রহণমূলক নির্বাচনের নামে ভানুমতির খেলা শুরু করেছে সরকার।
তারা বলেন, সরকারের স্মরণ রাখা উচিত জামায়াতসহ দেশের সব দলের অংশগ্রহণ এবং কেয়ারটেকার সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। যেকোনো মূল্যে তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচন সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।
এদিন রাজধানীর পল্লবী, মিরপুর ৬০ ফুট রাস্তা, বাড্ডা, আদাবর, তেজগাঁও ও উত্তরায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
জেইউ/কেএ