চট্টগ্রামের ১৬ আসনে যারা পেলেন আ.লীগের মনোনয়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিজ্ঞাপন
চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের সবার নামও এসময় ঘোষণা করেন কাদের। ১৬ জনের মধ্যে এবার নারী প্রার্থী রয়েছেন একজন। তিনি হলেন ‘ওমানে আটক’ কাণ্ডে আলোচিত বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার।
আলোচিত ও পরিচিত মুখের মধ্যে তথ্যমন্ত্রী হাছান মাহামুদ, শিক্ষা উপমন্ত্রী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং রাউজানের ফজলে করিম চৌথুরী এবারও মনোনয়ন পেয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে সব বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
বিজ্ঞাপন
চট্টগ্রামে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা
চট্টগ্রাম-১ মাহবুব উর রহমান
চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার
চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান
চট্টগ্রাম-৪ এসএম আল মামুন
চট্টগ্রাম-৫ মো. আব্দুস সালাম
চট্টগ্রাম-৬ এ. বি. এম. ফজলে করিম চৌধুরী
চট্টগ্রাম-৭ মোহাম্মদ হাছান মাহমুদ
চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ
চট্টগ্রাম-৯ মহিবুল হাসান চৌধুরী নওফেল
চট্টগ্রাম-১০ মো. মহিউদ্দিন বাচ্চু
চট্টগ্রাম-১১ এম. আবদুল লতিফ
চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী
চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন
চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী
এসকেডি