ঢাকার দুটি আসনে মনোনয়নপত্র নিলেন জিএম কাদের ও তার স্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৭ ও রংপুর-৩ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আর তার স্ত্রী শেরিফা কাদের ঢাকা-১৮ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা।
জাতীয় পার্টির পক্ষ থেকে জিএম কাদেরের রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহের কথা গণমাধ্যমকে জানানো হলেও ঢাকার আসনের বিষয়টিতে কিছুটা গোপনীয়তা বাজায় রাখা হয়।
শেরিফা কাদের ঢাকা পোস্টকে জানান, তিনি নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৮ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর জিএম কাদের রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আরও পড়ুন
ঢাকা-১৭ আসন থেকে জিএম কাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কি না জানতে চাইলে শেরিফা কাদের বলেন, নিয়েছেন, তবে তিনি রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন।
জাপার একটি সূত্র জানায়, রংপুর-৩ আসন থেকে বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদের ছেলে সাদ এরশাদ। আগামী নির্বাচনেও সাদ এরশাদ রংপুর-৩ থেকে অংশ নিতে চান। কিন্তু ভাইয়ের এই আসন থেকে নির্বাচন করতে চান জিএম কাদের। এ নিয়ে রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কোনো কারণে যদি জিএম কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচন করতে না পারেন, তাহলে যেন ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন সেজন্য তিনি একাধিক আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করে রেখেছেন।
এএইচআর/এমএসএ