জাসদের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম শুরু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাসদের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, যুগ্ম সাধারণ রোকনুজ্জামান রোকন, সাবেক সংসদ সদস্য ও জাসদ স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের হাতে দলের ১৮৩ জন প্রার্থীর তালিকা দিয়ে এ কাজের সূত্রপাত করেন। সভা পরিচালনা করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন, জাসদের নেতাকর্মীদের দলীয় প্রার্থীদের সঙ্গে গিয়ে জনগণের কাছে দলের কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহার বিষয়ে অবহিত করে ভোট চাইতে হবে।
তিনি বলেন, ১৯৭২ সালে জাসদ প্রতিষ্ঠার পর থেকে যে প্রতিশ্রুতি ছিল তা এখনও অব্যাহত রয়েছে। জাসদের সর্বস্তরের নেতাকর্মীদের সর্তক করে তিনি বলেন, বিএনপি-জামায়াত ও তাদের জোট সঙ্গীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র, অপতৎপরতা চালাবে; তাদের এ অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন, জাসদের সহ-সম্পাদক আলী হাসান তরুন, আশরাফুল হক ঝন্টু, ধীমন বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী হারুন-অর-রশিদ সুমন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, জাসদ বরিশাল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ছানা, ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, ছাত্রীগের সাবেক সভাপতি আহসান হাবিব জুয়েল প্রমুখ।
এমএম/এসএম