যে কারণে দলীয় মনোনয়ন ফরম নেননি নাজমুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার দিনব্যাপী আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোয়নপ্রত্যাশীদের হিড়িক পড়লেও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। গত চারদিনে হাতে গোনা দুয়েকজন ছাড়া বাকি সবাইকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা যায়।
জামালপুর-৫ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। এই আসনেই দলীয় মনোনয়ন নেওয়ার আশা করেছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
সিদ্দিকী নাজমুল আলম বলেন, জামালপুর সদরের সন্তান হিসেবে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আমারও এমপি হওয়ার আগ্রহ আছে। কিন্তু আমি মনে করি এমপি হলে জামালপুর-৫ আসনের মানুষের জন্য যতটুকু করতে পারবো, তার চেয়ে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বেশি করতে পারবেন।
আরও পড়ুন
নিজের অবস্থান তুলে ধরে নাজমুল বলেন, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তবে আমার মনোনয়ন না তোলার প্রধান কারণ হলো আবুল কালাম আজাদ সাহেব নৌকা প্রতীকে এমপি হবেন এবং মানুষের জন্য কাজ করবেন। উনার সন্মানেই আমি মনোনয়ন সংগ্রহ করি নাই।
এদিকে গত চার দিনে মোট ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। এতে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আগ্রহী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৪১ জন। বাকি ১২১ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম বিক্রির চারদিনে (১৮-২১ নভেম্বর) কার্যালয় থেকে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এমএসআই/এমজে