৩ ঘণ্টায় ৩৩৫ মনোনয়ন ফরম বিক্রি আওয়ামী লীগের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ কার্যক্রম শুরুর প্রথম তিন ঘণ্টায় ৩৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৩৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
দপ্তর সম্পাদক জানান, ঢাকা বিভাগে ৫৫টি, চট্টগ্রাম বিভাগে ৮২টি, সিলেট বিভাগে ১৫ টি, ময়মনসিংহ বিভাগে ২৯টি, বরিশাল বিভাগে ৪০টি, খুলনা বিভাগে ৪৫টি, রাজশাহী বিভাগে ২৯টি ও রংপুর বিভাগে ৪০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
আরও পড়ুন
তার আগে সকাল থেকেই মনোনয়ন ফরম কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় মনোনয়ন প্রত্যাশীদের। সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় দেখা যায়।
এছাড়া যেসব কর্মী নেতার আগেই চলে এসেছেন তাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আশপাশের গলিতে অবস্থান করতে দেখা যায়। এসময় তাদের নৌকা প্রতীকের নামে স্লোগান দিতে দেখা যায়। এদিকে কার্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।
এমএসআই/পিএইচ