হরতালের সমর্থনে মিরপুরে মশাল মিছিল, যুবদলের বিক্ষোভ
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন তফসিল প্রত্যাখান করে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মশাল মিছিল করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
অন্যদিক মতিঝিলের আইডিয়াল স্কুলের সেন্ট্রাল পয়েন্ট মোড় থেকে শুরু করে যুবদল সেন্ট্রাল গভর্মেন্ট স্কুলের সামনে হয়ে শাজাহানপুরের আমতলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তিসহ চলমান আন্দোলনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তফসিলের প্রতিবাদে রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এএইচআর/জেডএস