ঘোষিত তফসিল দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে : জামায়াত
বিরোধীদলের মতামত অগ্রাহ্য করে ঘোষিত তফসিল দেশকে অস্থিতিশীল ও ধ্বংসের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের নীল-নকশার তফসিল ঘোষণা জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এক তরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় ষড়যন্ত্রকারী সরকার এবং তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেই নিতে হবে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের স্বার্থে অবিলম্বে ঘোষিত তফসিল প্রত্যাহার করুন। দেশবাসীর মতামত উপেক্ষা করে জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সমগ্র জাতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েশি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
আরও পড়ুন
তিনি বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের বহু শীর্ষ নেতাকে জেলে আটকে রাখা হয়েছে। বিরোধীদলের অসংখ্য নেতাকর্মী এখনো বন্দি। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। সরকারি দল সকল সুযোগ-সুবিধা ভোগ করলেও বিরোধী দলকে কোনো গণতান্ত্রিক স্পেস দেওয়া হচ্ছে না। দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। স্বৈরাচারী আওয়ামী সরকার গোঁয়ার্তুমি করছে এবং ভোটারবিহীন এক তরফা নির্বাচনের দিকেই হাঁটছে। বিদগ্ধ মহল কমিশনের তফসিল ঘোষণাকে ভোটারবিহীন এক তরফা নির্বাচনের গভীর ষড়যন্ত্রের অংশ মনে করছেন।
ছাত্র শিবিরের সাবেক এ কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, নির্বাচন কমিশন মূলত বিরোধীদলকে নির্বাচনের বাহিরে রেখে অতীতের মত শাসকদলকে জিতিয়ে আনার কৌশল নিয়েছে। গণতন্ত্রকামী সংগ্রামী জনতা সরকারের বিনা ভোটে ক্ষমতা দখলের দিবা স্বপ্ন পূরণ হতে দেবে না। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কমিশনকে অবশ্যই এ তফসিল প্রত্যাহার করতে হবে।
জেইউ/এসকেডি