‘গণ-আন্দোলনে ইসি ও সরকারের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে’
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জনগণ বৈধ তফসিল প্রত্যাখ্যান করেছে। এ তফসিল জনগণ মানে না, মানবে না। অবিলম্বে এ তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করতে হবে। দুর্বার গণআন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
বুধবার (১৫ নভেম্বর) রাতে ইসি ঘোষিত তফসিলের তাৎক্ষণিক প্রতিবাদের রাজধানীর খিলগাঁও বাসাবো সড়কে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘জনদাবি উপেক্ষা করে তফসিল ঘোষণা করার মাধ্যমে ইসি ফ্যাসিবাদী সরকারের সহায়ক হিসেবে মুখোশ উন্মোচন করেছে। অবিলম্বে এ তফসিল বাতিল করে ফের তফসিল ঘোষণা করতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে নতুন তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’
মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. দেলোয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য শামসুর রহমান, মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য, বিভিন্ন থানার আমির-সেক্রেটারিসহ অন্যান্য নেতাকর্মীরা।
জেইউ/কেএ