অবরোধে ঢাকা কলেজ ছাত্রদলের ঝটিকা মিছিল, মূল ফটকে ফের তালা
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমর্থনে ঝটিকা মিছিল করে ঢাকা কলেজের মূল ফটকে আবারও তালা ঝুলিয়ে দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।
রোববার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। পরে ধানমন্ডির পিলখানা গেট থেকে শুরু হয় অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়। সেখান থেকে একজনকে গ্রেপ্তারের করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
কলেজ ছাত্রদল নেতারা বলেন, অবরোধের সমর্থনে রাজধানীর পিলখানা গেট থেকে মিছিল শুরু করে ফরচুন টাওয়ারের সামনে এলে পুলিশ হামলা করে। এতে ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি তাজবিউল হাসানের পা ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কর্মসূচি পালন করতে গিয়ে কলেজ ছাত্রদলের শিক্ষা বৃত্তি ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. সবুর খান গ্রেপ্তার হয়েছেন।
আরও পড়ুন
ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলহাস মৃধা বলেন, অবরোধের সমর্থনে আমরা ধানমন্ডির পিলখানা গেট থেকে আমরা মিছিল শুরু করি। এসময় পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে এক নেতার পা ভেঙে যায়। পরে পুলিশ শিক্ষা বৃত্তি ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. সবুর খান গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা এমন ন্যাক্কারজক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে গিয়ে এমন বাধা কখনোই কাম্য নয়।
ঝটিকা মিছিলে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক চঞ্চল, সহ সাংগঠনিক শামীম উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন, সহ সভাপতি ইব্রাহিম কার্দি, শাহাবউদ্দিন ইমন, আবির হাসান, শিহাবউদ্দিন, তাজবিউল, শামীম হাওলাদার, যুগ্ম সাধারণ মামুনুর রহমান, জামাল জেনিন, ইমরান রাজ, গোলাম রাব্বানী, আব্দুর রহিম রাজ, রাহাত হাসান, আবু সাইদসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
এর আগেও গত বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপি ঘোষিত তিন দিনের সর্বাত্মক অবরোধের সমর্থনে ঢাকা কলেজের গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
আরএইচটি/এসএসএইচ