তারেক রহমান রাজনৈতিক নেতা হলে দেশে ফিরত : পরশ
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আমি একটি কথা অনেক দিন ধরে বলছি যে, তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয়। রাজনৈতিক নেতা হলে সে অনেক আগেই দেশে চলে আসত। সে ভুয়া ও প্রতারক। সে এ দেশের যুব সমাজ, তরুণ সমাজকে বিভ্রান্ত করছে; তাদেরকে বিপথে ঠেলে দিচ্ছে।
বুধবার (১ নভেম্বর) বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে ঢাকা মহানগর যুবলীগ উত্তর আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াতের উদ্দেশে পরশ বলেন, আপনারা দেখেছেন, তারা অপপ্রচার আর মিথ্যাচারের ওপর ভর করে রাজনীতি করছে। সেটি আজকে দিবালোকের মত পরিষ্কার। বিশেষ করে তাদের নেতা তারেক রহমান এ দেশের অর্ধশিক্ষিত, ধর্মভীরু মানুষের ওপর ভর করে মিথ্যাচারের মাধ্যমে এবং সাম্প্রদায়িকতার বীজ বপনের মাধ্যমে ক্ষমতা দখল করার চেষ্টা করছে।
তিনি বলেন, বিদেশি নেতারা দেশের উন্নয়নে প্রশংসা করছে। এ দেশের মধ্যে শান্তি ও অসাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখেছেন বিএনপি-জামায়াত ২০০১ সালে ক্ষমতায় এসে আমাদের ভিন্ন মতাদর্শী ও সংখ্যালঘুদের ওপর কীভাবে অত্যাচার করেছে। জামায়াত-বিএনপির মূল উদ্দেশ্য এ দেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করা। কারণ তাদের সাথে যাদের বন্ধুত্ব, তাদের দোসর যারা, তারা বাংলাদেশের অস্তিত্বই চায়নি। সুতরাং তারা কীভাবে এদেশের মঙ্গল করবে?
এদিকে, গাবতলীতে যুবলীগের অবস্থান কর্মসূচিতে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী সংগঠন। আপনারা দেখেছেন গত ২৮ তারিখ থেকে এই সন্ত্রাসীরা কীভাবে সারা দেশে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। এটাই তাদের আসল চেহারা। তারা এ দেশের মানুষকে চায় না তারা শুধু ক্ষমতা চায়। এই জন্যই সাধারণ জনগণের জানমালের ক্ষতি করার জন্যই অবরোধ দিয়েছে।
তিনি বলেন, আমরা হুঁশিয়ারি করে বলতে চাই— সাধারণ জনগণকে নিয়ে আমরাও মাঠে আছি। যেখানেই এই বিএনপি-জামায়াতের সন্ত্রাসী পাওয়া যাবে সেখানেই সাধারণ জনগণকে নিয়ে কঠোরভাবে প্রতিহত করব। যুবলীগ রাজপথে আছে, রাজপথে থাকবে বিএনপির যেকোনো ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করবে।
এছাড়া, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ঢাকা-২ আসনের কামরাঙ্গীরচর হাসপাতালে মাঠ, ঢাকা-৪ আসনের ধোলাইপাড় মোড়, ঢাকা-৫ আসনের শনিরআখড়া-দনিয়া, ঢাকা-৬ আসনে ভিক্টোরিয়া পার্ক, ঢাকা-৭ আসনে চকবাজার মোড়, ঢাকা-৮ আসনে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে, ঢাকা-৯ আসনে কমলাপুর স্কুলের সামনে, ঢাকা-১০ আসনে ধানমন্ডি-৩২ নম্বরে ও ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত ঢাকা-১২ আসনে যুবলীগ চত্বর, ফার্মগেটে, ঢাকা-১৩ আসনে শ্যামলীতে, ঢাকা-১৪ আসনে গাবতলীতে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে, ঢাকা-১৬ আসনে মিরপুর-১১ বাসস্ট্যান্ডে, ঢাকা-১৭ আসনে মহাখালী কাঁচা বাজারে ও ঢাকা-১৮ আসনে আজমপুর উত্তরায় যুবলীগের নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
এমএসআই/কেএ