পাল্টা কর্মসূচি ঘোষণা ছাত্রলীগের
দিনভর নয়াপল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের পর আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এ অবস্থার মধ্যেই পাল্টা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার দলটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আরও পড়ুন
বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য-হত্যার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করবে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। পরে এটি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।
এর আগে রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি রাজনৈতিক দল সমাবেশ করেছে। সমাবেশ চলাকালে কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।
এমএসআই/এমজে