নয়াপল্টনে বিএনপির সাংস্কৃতিক অনুষ্ঠানে কর্মীদের হাতাহাতি
সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে বিএনপির মহাসমাবেশ বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দলটির কয়েক হাজার নেতাকর্মী রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, বিজয় নগর ও ফকিরাপুল এলাকায় অবস্থান নিয়েছেন। আর মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে গেছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টার বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর একে-একে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশ করেন। তাদের সঙ্গে সুর মেলান মঞ্চের সামনের নেতাকর্মীরা।
এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটে। যদিও ঘটনা বড় হওয়ার আগেই সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এসে পৌঁছেছেন তিনি।
আরও পড়ুন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, সমাবেশ বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে নয়াপল্টনে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, সমাবেশে এখন জাসাসের শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করছেন।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, এখন পর্যন্ত সমাবেশকে কেন্দ্র করে গত কয়েক দিনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ প্রায় ৩ হাজারের মতো নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।
সরেজমিনে দেখা গেছে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, শান্তিনগর, কাকরাইল মসজিদ, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। এছাড়া বিএনপির সমাবেশকে মনিটরিং করার জন্য নয়াপল্টন এলাকার সড়ক ডিভাইডার উপরের ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে ৬০টির বেশি সিসি ক্যামেরা। নজরদারির জন্য থাকবে ড্রোনও।
এএইচআর/এসকেডি