লাইভসমাবেশ করতে পারেনি বিএনপি, ব্যাপক সংঘর্ষ
দফায় দফায় সংঘর্ষ, হামলা ভাঙচুরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে আরামবাগ, বিজয়নগর, নয়াপল্টন এলাকা। ২৮ অক্টোবর ঘিরে জনমনে যে আশঙ্কা ছিল তাই সত্যি হয়েছে শেষ পর্যন্ত। দুপুরে সমাবেশ শুরু করেও শেষ করতে পারেনি বিএনপি। পুলিশের ধাওয়ায় সমাবেশ পণ্ড হওয়ার পর আগামীকাল সারা দেশে হরতালের ডাক দিয়েছে দলটি। সার্বিক পরিস্থিতি ঘিরে রাজধানীসহ সারা দেশে কখন কোথায় কী হচ্ছে তার লাইভ আপডেট—
সন্ধ্যা ৬টার পর এই লাইভ আপডেট আর আপডেট করা হচ্ছে না। তবে যথারীতি অন্যান্য সংবাদ প্রকাশিত হচ্ছে।
রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও সাধারণ মানুষের ওপর হামলাকারীদের শনাক্ত করতে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ফুটেজ দেখে শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
রাজধানীর কাকরাইল মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ আগামীকাল রোববার সারাদেশে শান্তি সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর ফকিরাপুল এলাকায় আবারও জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। বিকেলে ফকিরাপুল এলাকায় জড়ো হয়ে পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে ঢিল ছোড়েন তারা।
মালিবাগ ফ্লাইওভার ও কমলাপুরে দুটি বাসে আগুন।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের মঞ্চের কাছে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, গণতন্ত্রকে হত্যা করার অবৈধ প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করেছে। রক্তাক্ত করেছে। প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে।
বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রাজধানীর পল্টন মোড়ে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ চলছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করছে। অন্যদিকে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পরস্পরের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করছেন।
ব্রেকিং : আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ হরতালের সিদ্ধান্ত হয়েছে।
পল্টনে সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল, ছত্রভঙ্গ বিএনপি
রাজধানীর আরামবাগে শুরু হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশ। দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানকে প্রধান অতিথি করে এ মহাসমাবেশ শুরু করেছে দলটির নেতাকর্মীরা।
নরসিংদীর রেলস্টেশন থেকে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ বিএনপির ৬০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রড, বাঁশ ও স্ট্যাম্প হাতে নিয়ে বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতাকর্মীরা।
শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে বিএনপি পুলিশের ওপর হামলা করছে বলে অভিযোগ করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
বিজয়নগর পানির ট্যাংকের সামনে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন।
মৌখিক অনুমতি পাওয়ার পর সরকারবিরোধী নানা স্লোগান আর প্রতিবাদী সংগীতে আরামবাগ মোড়ে সমাবেশস্থল উত্তাল করে তুলেছেন জামায়াত শিবির-নেতাকর্মীরা।
কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে থেমে থেমে। দুপুরে পৌনে ২টার দিকে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনের ভেতর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা। পরে পুলিশের জলকামান গাড়ি থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়।
নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, মঞ্চে আছেন সিনিয়র নেতারা
হাজারো নেতাকর্মী নিয়ে গাজীপুরের ছয়দানার নিজ বাড়ি থেকে রাজধানীর শান্তি সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বাস, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ ও প্রাইভেট কারে করে হাজারো নেতাকর্মী নিয়ে তিনি শান্তি সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন।
রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এ সময় বিএনপি কর্মীরা তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং পুলিশ বক্সে আগুন দেন । বেলা ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ।
রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ ঘিরে গাজীপুরে চলছে না দূরপাল্লার বাস, সীমিত আকারে চলছে লোকাল পরিবহন। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে খুবই কম। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
আলোচিত-সমালোচিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। সমাবেশে যোগদানের সময় প্লাস্টিকের পাইপে লাগানো জাতীয় পতাকা হাতে দেখা যায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে।
রাজধানীর মতিঝিলের আরামবাগে মহাসমাবেশে যোগ দেওয়ার সময় পুলিশের গুলিতে মো. নওয়াব আলী শেখ (৬০) নামে জামায়াত ইসলামীর এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
ঢাকার বিএনপির মহাসমাবেশে যোগ দিতে পটুয়াখালী জেলা বিএনপির ২৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছে বলে দাবি করেছেন পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটির অন্যতম শীর্ষ নেতা অ্যাড. মো. মজিবুর রহমান টোটন।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সমাবেশের আলোচনা অনুষ্ঠান শুরু ঘণ্টাখানেক সময় বাকি থাকলেও বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটের সামনে নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল।
রাজধানীর শাপলা চত্বরসহ ঢাকার কোথাও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যদের সমাবেশ করা অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ক্রিকেট স্ট্যাম্পে পতাকা, লাঠি হাতে নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বিএনপির ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরামবাগে মঞ্চ তৈরি করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
নয়াপল্টনে বিএনপির সাংস্কৃতিক অনুষ্ঠানে কর্মীদের হাতাহাতি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। আরামবাগ মোড়ের আল হেলাল পুলিশ বক্সের মধ্যে এ আলোচনায় বসেন তারা।
আরামবাগ থেকে সরাসরি
বিএনপির মহাসমাবেশ শুরু হবে আজ দুপুর ২টা থেকে। এর ৩ ঘণ্টা আগেই দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে মিছিলের স্রোত এসে ঠেকেছে নয়াপল্টনের সমাবেশস্থলে।
ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। গত কয়েকদিনে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা ঢাকায় পৌঁছান। যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন এ তথ্য জানিয়েছেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু।
ঢাকার এসপির বাড়ির সামনে দুই গাড়ি ও কাকরাইলে বাস ভাঙচুর
বিএনপির মহাসমাবেশে অংশ নিতে ফেনীর ১০ হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন।
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল করলেও যাত্রী সংকট দেখা দিয়েছে। ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যাত্রী সংকট বলে জানিয়েছেন বাস কাউন্টার ও চালকরা।
নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরা৷
কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে রাজাধানী ঢাকার সড়কে গণপরিবহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। হাতেগোনা কয়েকটি বাস চোখে পড়েছে, তবে তার সংখ্যা ২/৩ শতাংশের বেশি নয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীতে চলাচলকারী জনসাধারণ।
আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছে হাজার হাজার জামায়াত-শিবির নেতা-কর্মী।
জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
ঢাকায় প্রবেশের অন্যতম প্রবেশদ্বার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ভোর থেকেই চলছে পুলিশের তল্লাশি। যাত্রী কিংবা পথচারীকে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া সঙ্গে থাকা ব্যাগ ও লাগেজ খুলে তল্লাশি চালানো হচ্ছে। রাস্তায় যানবাহন চলাচল কম থাকায় জনসাধারণকে পোহাতে হচ্ছে ভোগান্তি।
মতিঝিলে জামায়াত-শিবির সমর্থিত নেতাকর্মীদের ভিড় জমার পর ধাওয়া ও লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় আয়োজিত মহাসমাবেশে আসতে বাধার মুখে পড়তে হবে জেনে কয়েক দিনে বিভিন্ন উপায়ে নোয়াখালী থেকে ২০ হাজারেরও বেশি বিএনপির নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার।
রাস্তায় গণপরিবহন কম, পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে মানুষ।
সাভারের তিন প্রবেশমুখে চেকপোস্ট, আমিনবাজারে আটক শতাধিক।
রাজধানীর সদরঘাট এলাকা থেকে ৮০ জন বিএনপি- জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এখন সমাবেশ শুরুর অপেক্ষা করছেন নেতাকর্মীরা।
বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর আমিনবাজার দিয়ে প্রবেশের সময় কড়া নজরদারি রাখছে পুলিশের সদস্যরা। আমিনবাজারে পুলিশের কড়া নজরদারিতে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মাদককারবারীকেও আটক করেছে পুলিশ।
পঞ্চগড় থেকে তিন হাজার নেতাকর্মী ঢাকায় সমাবেশে যোগ দিচ্ছেন বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
মহাসমাবেশে ‘তুফান’ হয়ে এলেন জয়পুরহাটের মোশারফ। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার ওয়ার্ড বিএনপির নেতা। ৬০ বছর বয়সী মোশারফ পুরো শরীরে রঙিন কাগজের ফিতা জড়িয়েছেন। তার মাথা জাতীয় পতাকা প্যাচানো। তাকে ঘিরে রয়েছেন উৎসুক মানুষ।
ঢাকায় ঢুকতে বিএনপি নেতাকর্মীদের ভিন্ন কৌশল!
নদীপথে লঞ্চে একসঙ্গে এলেও লঞ্চ থেকে নামার পর সবাই ভিন্ন হয়ে সদরঘাট ছাড়ছেন। এছাড়া অধিকাংশ নেতাকর্মীদের কাছেই ছিল না কোনো ব্যাগ। অনেকে স্মার্টফোনের পরিবর্তে ব্যবহার করছেন বাটন ফোন।
পোস্টার বিছিয়ে ফুটপাতে রাত কাটিয়েছেন বিএনপির শতশত নেতাকর্মী
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ পথগুলোতে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই এ তল্লাশি চলছে।
ঢাকা মহানগরী থেকে নোয়াখালী জেলা বিএনপির ২০ জন নেতাকর্মীকে আটকের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা পোস্টকে এ তথ্য জানান নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টফি।
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে লঞ্চে আসা যাত্রীদের মোবাইল, ব্যাগ চেক করছে পুলিশ।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে।
বগুড়া রেলস্টেশন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মী আটক হয়েছেন। শুক্রবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে রেলস্টেশনের প্লাটফর্ম থেকে তাদের আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এনএফ