ঢাকায় ঢুকতে ভিন্ন কৌশল!
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন প্রবেশ পথে ভোর থেকেই তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমন অবস্থায় ঝামেলা এড়িয়ে ঢাকায় ঢুকতে ভিন্ন কৌশল অবলম্বন করছেন দলটির নেতাকর্মীরা।
জানা গেছে, নদী পথে লঞ্চে একসঙ্গে এলেও লঞ্চ থেকে নামার পর সবাই ভিন্ন হয়ে সদরঘাট ছাড়ছেন। এছাড়া অধিকাংশ নেতাকর্মীদের কাছেই ছিল না কোনো ব্যাগ। অনেকে স্মার্টফোনের পরিবর্তে ব্যবহার করছেন বাটন ফোন।
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর সদরঘাটে লঞ্চে আসা বিএনপি নেতা কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
দলটির নেতাকর্মীরা জানান, পুলিশের হয়রানি ও তল্লাশি এড়াতে এসব কৌশল অবলম্বন করেছেন তারা।
আরও পড়ুন
পিরোজপুর থেকে আসা আব্দুল জলিল নামে এক জামায়াত নেতা ঢাকা পোস্টকে বলেন, গত কয়েকদিন ধরে ঢাকায় পুলিশের যে তল্লাশি সেটা বুঝে আমরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছি। আমরা লঞ্চে সব নেতাকর্মীরে একত্রে থাকলেও লঞ্চ থেকে নামার পর ভিন্ন ভিন্ন হয়ে যে যার মত অবস্থান করেছি। এছাড়াও টুপি পাঞ্জাবি না পরে সাধারণ পোশাকে এসেছি।
বিএনপির কর্মী শাহে আলম বলেন, আমরা স্মার্টফোন ব্যবহার না করে বাটন ফোন নিয়েই ঢাকায় এসেছি। এছাড়া আমাদের কোনো ব্যাগ নেই। তবু পুলিশ আমাদের চেক করে ও বিভিন্ন প্রশ্ন করে।
আরেক বিএনপি কর্মী শামীম হোসেন বলেন, আমাদের কাছে কোনো কিছু না পাওয়ার পরও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে থাকে। আমার সামনেই চারজনকে থানায় নিয়ে গেছে।
এমএল/এমএসএ