একদিন আগেই ‘লোকারণ্য’ নয়াপল্টন
সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ আগামীকাল ২৮ অক্টোবর। তবে সমাবেশের একদিন আগেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ পুরো নয়াপল্টন এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। নেতাকর্মীরা বলছেন, সারাদেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সরকারের পদত্যাগের বার্তা নিয়েই তারা ঘরে ফিরবেন।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরেজমিনে এই চিত্র দেখা গেছে।
বিএনপি নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে এসেছে, তাই সাধারণ জনগণও রাস্তায় নেমে এসেছে। একদিন আগেই দেখছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের কী অবস্থা, তার মানে কাল ঢাকা শহর যে নেতাকর্মীরা দখল করে নেবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন
চাঁদপুর থেকে বিএনপির মহাসমাবেশে এসেছেন মো. রাজন মিয়া। তিনি বলেন, আমরা গতকালই (বৃহস্পতিবার) ঢাকায় চলে এসেছি। আজকে সকাল থেকেই পার্টি অফিসের সামনে আছি।
তিনি আরও জানান, শুধু চাঁদপুর থেকেই ৫ হাজার নেতাকর্মী আসার কথা রয়েছে। সরকারের পতন নিশ্চিত করেই আমরা এলাকায় ফিরবো।
কিশোরগঞ্জ থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসা স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আহমেদ বলেন, পুরো পল্টন এলাকাজুড়ে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। কাল ইনশাআল্লাহ ঢাকায় জনসমুদ্র দেখতে পাবেন।
সরেজমিনে দেখা গেছে, বিকেল থেকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। তাদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এসব নেতাকর্মীদের অনেকে পায়ে হাঁটার পাশাপাশি রিকশা ভাড়া করে মিছিল করছেন। একইসঙ্গে বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।
এদিকে, বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় সিসি ক্যামেরা বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুরো এলাকায় প্রায় ৬০টির মতো সিসি ক্যামেরা লাগানো হয়।
টিআই/এমজে