এখনও পুলিশের অনুমতি পায়নি বিএনপি : মির্জা ফখরুল
কালকের সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে এখনও কোনো অনুমতি পায়নি বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ডিএমপি থেকে কোনো চিঠি পাইনি। আশা করি, এই ব্যাপারে (সমাবেশ করতে) বাধা সৃষ্টি করবে না।
আজ (শুক্রবার) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের নিজস্ব অধিকার আদায় করার জন্য, আপনারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, মুক্ত সমাজে বাস করতে পারেন, ন্যূনতম অধিকার পান সেই ধরনের রাষ্ট্র আমরা চাই। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিএনপির পক্ষে থেকে আহ্বান— আসুন ২৮ অক্টোবর সমাবেশে যোগ দিন। সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, আর নয়, যথেষ্ট হয়েছে, মানুষের ওপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে....বিদায় নেন।
বিএনপির কালকের সমাবেশ শান্তিপূর্ণভাবে করতে চায় বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই মহাসমাবেশকে কেন্দ্র করে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে আমি তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত সমাবেশকে কেন্দ্র করে আহত হয়েছে ২০৯৫ জন। তারা বরিশাল থেকে আসার পথে লঞ্চঘাটসহ বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে। মামলা হয়েছে ৪১৮টি, গ্রেপ্তার হয়েছে ৪০২০ জন।
এএইচআর/এনএফ