নির্বাচন নিয়ে কোনো চাপ নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে চাপ কেন থাকবে? কোনো চাপের বিষয়ে আমি অবহিত নই। বিদেশি চাপ কেন থাকবে? আমাদের ইলেকশন আমরা করছি।
তিনি বলেন, নির্বাচনটা শান্তিপূর্ণ, আবাধ, নিরপেক্ষ হচ্ছে কি না তা বিদেশিরা পর্যবেক্ষক হিসেবে দেখতে পারে। তাই বলে চাপ থাকবে কেন? আমরা শান্তিপূর্ণ ইলেকশন করবো, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবো। যেখানে দেশে অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে চাপের কিছু নেই।
বৃহস্পতিবার (২৬ অক্টোব) বনানীর সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল(কর্ণফুলী টানেল) উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামী ২৮ অক্টোবর ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক ধরণের আতঙ্ক আছে, বিষয়টি উল্লেখ করা হলে জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে এমন ভয়, আতঙ্ক থাকেই। এর মধ্যে দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে বিএনপি যেভাবে কথা বলে তাতে মনে হয় তারা সহিংসতায় যেতে চায়। বিএনপি ৭১ এর চেতনা ধারণ করে না। তারা ১৯৪৭ সালের দ্বিজাতি তত্ত্বের ধারণা ধারণ করে। তারা কর্মসূচির নামে সহিংসতা করতে চায়।
ওবায়দুল কাদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত আগামী ২৯ অক্টোবর আমার সঙ্গে সাক্ষাত করার সময় চেয়েছেন। কিন্তু আমরা এখনও সময় দেইনি, কারণ আমরা যেহেতু রাজনীতি করি তাই সব কিছুর বিষয়ে একটি সিদ্ধান্ত লাগে।
এদিকে গত বুধবারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সরকারের ভূমিমন্ত্রী থাকার বিষয়ে জানা নেই বলে উল্লেখ করেছে আওয়ামী লীগ সম্পাদক বলেন, এটা অফিসিয়াল বিষয় না, তাই আমার জানা নেই।
এএসএস/এমএসএ