‘বেগম খালেদা জিয়া লাশের ওপর দাঁড়িয়ে দেশ শাসন করেছেন’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, মানুষের লাশের ওপর যে দলের জন্ম হয়েছে তারাই হচ্ছে বিএনপি। ক্রমাগত হত্যাযজ্ঞ চালিয়ে যে ক্ষমতায় ছিল তার নাম জিয়াউর রহমান৷ খালেদা জিয়া সরকারের শাসনামলে তারেক জিয়ার পরিচালনায় আমাদের নেত্রীর ওপরেও গ্রেনেড হামলা চালানো হয়েছিল৷ বেগম খালেদা জিয়াও লাশের ওপর দাঁড়িয়ে দেশ শাসন করেছেন৷
শুক্রবার (২০ অক্টোবর ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ রাসেল স্মরণে ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যুব মহিলা লীগের এক সমাবেশে এসব কথা বলেন তিনি৷
সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের জনগণ যখন ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তখনই তারা আবার অগ্নি সন্ত্রাস শুরু করল। মানুষ পুড়িয়ে হত্যা করার সংস্কৃতি শুরু করল। একে একে ৫ শতাধিক মানুষকে তারা পুড়িয়ে হত্যা করেছে৷ সাড়ে তিন হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে৷ তারা আজকে সন্ত্রাসের কথা বলে। সন্ত্রাস হত্যা এসবের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরাই ইসরাইলিদের সমর্থন করেছে। ইহুদীদের দোসরে পরিণত হয়েছে। এই বিএনপিকে মানুষ চিনে রাখবে তারা ইহুদীদের পক্ষ নিয়েছে। ইসরাইলিদের পক্ষ নিয়েছে।
হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে একটি মহল প্রেসক্রিপশন দিয়েছে ইসরাইল বাহিনীর বিপক্ষে কথা বললে একটি বৃহৎ শক্তি নাখোশ হবে। সেজন্যই তারা কোনো কথা বলছে না। অথচ ফিলিস্তিনে হাসপাতালে হামলা চালানোর পর খোদ মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশ নিন্দা জানিয়েছে। কিন্তু তাদের মুখে একটি কথাও নেই। বাংলাদেশ এই ইস্যুতে একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু রাসেলের জন্মদিনে নারী ও শিশু হত্যার প্রতিবাদ জানিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, আজকে লম্বা লম্বা কথা বলে বিএনপি। সরকারকে টেনে নামাতে চায়। এদিকে ফিলিস্তিনে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে, হত্যাযজ্ঞ চলছে। অন্তঃসত্ত্বা নারীকেও হত্যা করা হয়েছে। পাখি শিকার করার মতো মানুষকে হত্যা করা হচ্ছে। প্রাণের ভয়ে নিরীহ যে মানুষগুলো হাসপাতালে আশ্রয় দিয়েছিল কিংবা ইসরায়েলিদের হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসারত ছিল তাদের ওপর বোমা বর্ষণ করা হয়েছে। বিএনপি-জামায়াত এবং তাদের মিত্ররা নাকি ইসলামের কথা বলে অথচ ইসরায়েলি বাহিনীর এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে তারা একটি কথাও বলেনি। এ বিএনপি ও জামায়াত ফিলিস্তিন ইস্যুতে চুপ থেকে তারা স্পষ্ট ইসরায়েলিদের সমর্থন করেছে। নির্বাচন আসলেই তারা ইসলামের কথা বলে অথচ আজ যে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে তোমাদের মুখে কোন কথা নাই কেন?
এমএম/এসকেডি