উন্নয়নের বার্তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে নসরুল হামিদ
‘সবাইকে নিয়ে সবার উন্নয়ন , লক্ষ্য এবার স্মার্ট কেরানীগঞ্জ’ এমনই বার্তা ছড়িয়ে দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু।
রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচন পূর্ববর্তী গণসংযোগ করেন।
এসময় নসরুল হামিদ বলেন, সবাইকে নিয়েই আমাদের উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে। বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত কেরানীগঞ্জের উন্নয়নে যেভাবে দুহাত ভরে দিয়েছেন তা আগামীতেও বজায় থাকবে। সময় এখন সবাইকে শান্তি ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার। কেরানীগঞ্জকে যেভাবে সন্ত্রাস ও চাঁদাবাজদের স্বর্গরাজ্য বানানো হয়েছিল বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে, তা আর কখনো কেরানীগঞ্জে ফিরে আসবে না। এখানে সন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে মানুষ এখন একতাবদ্ধ। এই ধারা আগামীতেও ধরে রাখতে নৌকা মার্কার কোনো বিকল্প নেই। শান্তি, উন্নয়ন, আধুনিক ও স্মার্ট কেরানীগঞ্জ গড়তে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন বলেও সবাইকে জানান।
এসময় এলাকাবাসী তাদের বিভিন্ন দাবি-দাওয়া নসরুল হামিদকে জানালে তিনি সমাধানের প্রতিশ্রুতি দেন।
গণসংযোগের সময় নসরুল হামিদের সঙ্গে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আজাদুল্লাসহ স্থানীয় নেতারা।
এমএসআই/এসএসএইচ