শুক্রবার ঢাকায় সমাবেশ করবে ইসলামী শ্রমিক আন্দোলন
আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকায় শ্রমিক সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার জুম্মা নামাজের পর রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শ্রমিক সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে চলমান রাজনৈতিক সমসাময়িক বিষয় ও আগামী কর্মসূচি ঘোষণা করবেন দলের আমির পীর সাহেব চরমোনাই। এতে বিশেষ অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বক্তব্য রাখবেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, শ্রমিক সমাবেশের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সারাদেশ থেকে সংগঠনের সকল পর্যায়ের শাখার নেতাকর্মীরা বাস, ট্রাক, লঞ্চ ও প্রাইভেটকার ভাড়া করে ঢাকায় আসার প্রস্তুতি নিয়েছেন। শ্রমিক সমাবেশ স্মরণকালের বৃহত্তর জনসমুদ্রে পরিণত হবে।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান এক বিবৃতিতে শান্তিপূর্ণ শ্রমিক সমাবেশে যোগদান করার জন্য দেশের সকল জেলা, মহানগর, থানা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে শ্রমিক সমাবেশ সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম।
জেইউ/এসকেডি