ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিচারিক অভিযোগ গঠনে উদ্বেগ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাদের বিরুদ্ধে গণহারে বিচারিক অভিযোগ গঠনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তার দাবি, বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা না থাকায় তাদেরকে হয়রানিমূলক মিথ্যা মামলায় সাজা দেওয়ার পাঁয়তারা চলছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার উদ্দেশ্য হচ্ছে— আরেকটি নীলনকশার নির্বাচনের রাস্তা পরিষ্কার করা। সরকারি দল আজকে রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া ও নার্ভাস যে, ২০১২ সালে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের সাজানো মামলার বিচারিক কার্যক্রম শুরু করতে হচ্ছে।
মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে গণহারে অভিযোগ গঠন ও তাদের বিচার শুরুর তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বামপন্থি এ নেতা।
এএইচআর/এমজে