‘জনমানুষের অধিকার আদায়ের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তিনি স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে যখন তিনি পুনর্গঠনের কাজে হাত দিয়ে ধীরে ধীরে দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে যাত্রা শুরু করেছিলেন তখনই ঘাতকের বুলেট কেড়ে নেয় জাতির পিতার প্রাণ।’
মঙ্গলবার (২৯ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচায় বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করেছি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, শতভাগ বিদ্যুৎতায়নের দেশে পরিণত হয়েছি এবং সর্বশেষ উন্নয়নশীল দেশের কাতারে সফলতার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছি।’
বর্তমান বিশ্ব নানাভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আজকের পৃথিবীর কোনো এক জায়গায় সংকট তৈরি হলে তা বিভিন্নভাবে পৃথিবীর সব মানুষের জীবনে সমস্যা সৃষ্টি করে।’
করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি-জামাত একটি আন্তর্জাতিক সংকটকে সরকারের ব্যর্থতা বলে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ যারা খোঁজখবর রাখেন তারা জানেন- মূল্যস্ফীতির কারণে সারা বিশ্বেই দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ বেড়েছে।’
গুজব ছড়ানোই বিএনপি-জামাতের কাজ উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘মানুষের অবসরোত্তর জীবনকে আর্থিক দুশ্চিন্তামুক্ত ও সুন্দর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বজনীন পেনশন স্কিম নিয়েও গুজব ছড়ানো হচ্ছে।’
/এমএম/এফকে/