বিএসএমএমইউ তাণ্ডবের পেছনে বিএনপির হাত ছিল : নাছিম
জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে (বিএসএমএমইউ) হামলার ঘটনাকে তাণ্ডব বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। একইসঙ্গে এ ঘটনায় বিএনপির হাত রয়েছে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৫ সালের সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
বাহাউদ্দীন নাছিম বলেন, বিএনপি-জামায়াত এখনো অপশক্তি উপর ভর করে, সন্ত্রাসী শক্তির উপর ভর করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। এরাই গত ১৪ আগস্ট দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে তাণ্ডব চালিয়েছিল। এই তাণ্ডবের সঙ্গে বিএনপির হাত ছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধু হাসপাতালের চিকিৎসকরা আজ ভয়ে আতঙ্কগ্রস্ত। জঙ্গিবাদী শক্তি এখনো নির্মূল হয়নি। এরা বিএনপি জামাতিদের আড়ালে আছে। তাদের রুখতে হবে।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে দেশে আবারও সিরিজ বোমা হামলা করাই তাদের (বিএনপির) লক্ষ্য।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজমসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসআই/এমজে