বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘বিচারিক সন্ত্রাস’ শুরু হয়েছে

দ্রুত বিচার করে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়া সরকারের গভীর মাস্টারপ্ল্যানের অংশ বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমরা কোনো কালো বিচার ও ডার্ক জাস্টিস মেনে নেব না।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, বাক স্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠে কথা বলছেন, তাদের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে সরকার। আদালতকে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করে বিচারিক সন্ত্রাস চালানো হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের উপর। দেশে ন্যায়বিচারের উপর দিয়ে কী পরিমাণ আঘাত করা হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যায় না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
এএইচআর/এসকেডি