বিএনপির সমাবেশে বৃষ্টির বাগড়া
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে ‘ফরমায়েশি’ রায়ে সাজা দেওয়ায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (৪ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে প্রতিবাদ সমাবেশ শুরু হয়নি।
দুপুর ১২টার দিকে সমাবেশের জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। মঞ্চের পাশে বাঁশের ঘেরা দিয়ে সিনিয়র নেতাদের বসার জন্য চেয়ারও বিছিয়ে দেওয়া হয়।
সমাবেশে যোগ দিতে কেরানীগঞ্জ থেকে আগেভাগে অনেক নেতাকর্মীও চলে আসেন। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর তুমুল বৃষ্টি শুরু হলে সমাবেশের ছন্দপতন ঘটে। বৃষ্টি থেকে বাঁচতে সমাবেশ স্থল ছেড়ে বিএনপি কার্যালয় ও আশপাশের ভবনে আশ্রয় নেন নেতাকর্মীরা।
দুপুর ২টার দিকে দেখা গেছে, সমাবেশ স্থলে বৃষ্টির পানি জমে গিয়ে জলজট হয়ে গেছে। মঞ্চ ও আশপাশে পানি জমে রয়েছে। নেতাকর্মীরাও মঞ্চ ছেড়ে চলে গেছেন।
এদিকে বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃষ্টি কমে এলে সমাবেশ শুরু হবে।
এএইচআর/কেএ