কর্মসূচিতে আ.লীগের রক্তারক্তি মানুষ ভোলেনি : রিজভী
বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বানচাল করতে গিয়ে আওয়ামী লীগ ও তাদের সরকার বানচাল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আপনারা এই অবস্থান কর্মসূচিতে যেভাবে আমাদের কর্মীদের রক্তাক্ত করেছেন তা মানুষ ভুলে যায়নি।
সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আজ আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। তাদের পরামর্শে পুলিশ আজ বিএনপিকে সমাবেশ করার যে শর্ত দিয়েছে, সেখানে একটি শর্তে বলা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি মঞ্চে থাকতে পারবে না এবং তার বক্তব্য প্রচার করতে পারবে না। কাকে বুঝিয়েছে তারেক রহমানকে? যিনি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, তাকে?
গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমণ, হামলা, নির্যাতন ও পাইকারি হারে গ্রেপ্তারের প্রতিবাদে জনসমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এএইচআর/এমএ