সরকারি বিভিন্ন এজেন্ট মহাসমাবেশে ঝামেলা করতে পারে : আমান
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, আজ সবাই যার যার গন্তব্যে চলে যান। আগামীকাল সবাই সমাবেশের প্রস্তুতি নিয়ে আসুন। এই মুহূর্তে এখান থেকে সরে যেতে হবে। আমরা যেহেতু মঞ্চের কাজ শুরু করবো সেহেতু যেখানে কাজ হবে সে জায়গায় কেউ দাঁড়াবেন না। আমাদের সময় কম। সুতরাং আপনাদের সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্য এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মনে রাখতে হবে, সরকারি বিভিন্ন এজেন্ট এসে মহাসমাবেশে ঝামেলা করতে পারে। সুতরাং সবাই অতন্দ্রপ্রহরীর মতো কাজ করতে হবে। আমাদের মনিটরিং টিম কাজ করছে। সার্বক্ষণিক আপনারাও চোখ কান খোলা রাখুন।
বাংলাদেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, আমরা এক দফায় নির্বাচন করতে চাই। কিন্তু কোনোভাবেই হাসিনার অধীনে নির্বাচন যেতে পানি না। সবাই ধৈর্য ধরে থাকুক। বিজয় আমাদের সুনিশ্চিত। আগামীকাল যত পারবেন স্লোগান দেবেন। কিন্তু আজ আর স্লোগান দেওয়া যাবে না। গাড়ি যাতে চলাচল করতে পারে সে ব্যবস্থা করুন। যান চলাচলে তাদের সাহায্য করুন।
এ সময় বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আগামীকাল স্মরণকালের সেরা মহাসমাবেশ হবে। মিছিলের নগরীতে পরিণত হবে এই ঢাকা শহর। আমরা আমাদের অজস্র সহকর্মী সহযোদ্ধাদের হারিয়েছি। তাদের রক্তের ঋণ ও তাদের প্রতি অবিচারের প্রতিশোধ গ্রহণের চেতনা আমাদের মধ্যে রয়েছে। দেশ পরিবর্তনের নায়ক তারেক রহমান যে নির্দেশনা দেবেন সে নির্দেশনা আমরা সফলভাবে পালন করবো। কোনো পাতানো ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। আমাদের এ আদর্শিক যুদ্ধ বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হবে।
তিনি বলেন, আমরা প্রত্যেকে আগামীকাল এ মুক্তির কাফেলায় যোগ দেব। সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবো। আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করার সময় এসেছে। দেশের বিশ কোটি মানুষ আজ আমাদের সঙ্গে আছে। আমরা শিগগিরই গণমানুষের অধিকার ফিরিয়ে দেব।
এমএম/জেডএস