গুম হওয়ার পর আর সাংবাদিকতা করতে পারিনি : সাংবাদিক কাজল
২০২০ সালে গুম হওয়ার পর থেকে আর সাংবাদিকতা করতে পারিনি বলে মন্তব্য করেছেন ফটো-সাংবাদিক শফিকুল ইসলাম কাজল।
তিনি বলেন, আমি অনেক সংকটের মধ্যে সময় পার করছি। গণতন্ত্রকে জিততেই হবে।
শনিবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম কাজল বলেন, ‘এই ফ্যাসিবাদের ভয়ংকর দানব আমার মতো মানুষকে গুম করে ফেলেছিল। সেই গুম থেকে ফেরত আসার পর আমি আপনাদের সামনে কথা বলতে পারছি না। আমাকে একটি গাড়িতে করে চোখ বাঁধা অবস্থায় নিয়ে আসা হয়। আমাকে যখন একটি খালের মধ্যে নামিয়ে দেওয়া হয় তখন আমার চোখ বাঁধা, চারদিকে ঝিঝি পোকার ডাক। তখন আমি ধরেই নিয়েছি যে আমাকে এই বুঝি ক্রসফায়ার দিল। এমনভাবে আমি চার থেকে পাঁচ বার আতঙ্কের মধ্যে ছিলাম। অবশেষে আল্লাহ আমার ডাক শুনেছেন। তারা আমাকে ফেলে দিয়ে এসেছেন কিংবা পাচার করতে পারেননি বলে ছেড়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘যারা গুম আছে তাদের অবিলম্বে পরিবারের কাছে ফেরত দিন। তা না হলে যে পতন সামনে দাঁড়িয়ে আছে, সে পতনে আপনি ধ্বংস হয়ে যাবে। আপনি প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে।’
এমএইচএন/এসকেডি