আলাদা সংবাদ সম্মেলনে এক দফা ঘোষণা করবে যুগপৎ সঙ্গীরা
বিএনপির পাশাপাশি ‘এক দফা’ কর্মসূচির ঘোষণা দেবে দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও। অন্য সঙ্গীরা আলাদা সংবাদ সম্মেলন করে সেই ঘোষণা দেবে।
বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম সঙ্গী গণতন্ত্র মঞ্চ বুধবার (১২ জুলাই) বিকেল ৪ টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘এক দফা’ কর্মসূচির ঘোষণা দেবে।
মঞ্চের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়নকারী জোনায়েদ সাকি বলেন, সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের ১ দফা যৌথভাবে ঘোষণা করা হবে কালকের সংবাদ সম্মেলন থেকে।
বিএনপির আরেক যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোট এদিন বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এক দফা এবং নতুন কর্মসূচি ঘোষণা করবে।
জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ঢাকা পোস্টকে বলেন, বিএনপির নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনকে চূড়ান্ত ও অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিতে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হবে।
আরও পড়ুন- বিএনপির টার্গেট ১০ লাখ লোক
গণফোরাম ও পিপলস পার্টি বুধবার (১২ জুলাই) বিকেল ৪টায় আরামবাগ নটরডেম কলেজের বিপরীত পাশে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে এক দফা ও যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে।
গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সমাবেশ থেকে আমরা সরকার পতনের এক দফা ও নতুন কর্মসূচির ঘোষণা দেব।
এছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনের অন্য সঙ্গীদের মধ্যে গণঅধিকার পরিষদের উভয় অংশ (নুরুল হক নুর ও রেজা কিবরিয়া পন্থিরা) বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, এলডিপি বেলা ৩টায় পান্থপথ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এক দফার ঘোষণা দেবে।
প্রসঙ্গত, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জোটগুলোর মধ্য থেকে চলতি বছরের ৬ মে গণতন্ত্র মঞ্চ ভেঙে বেরিয়ে যায় রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। এছাড়া ১৯ মার্চ দলটির আরেক যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোট ভেঙে বেরিয়ে যায় মোস্তাফিজুর রহমান ইরাণের নেতৃত্বাধীন লেবার পার্টি। আর ১৬ জুন জোট থেকে বের করে দেওয়া হয় আবু তাহেরের নেতৃত্বাধীন এনডিপিকে।
এএইচআর/এমজে